BlogHide Reblurtsmdshazzad in powertrack • 4 days agoPower trackআমার বাসার পেছনে মাটি কাটছিলো। তাই আমার ছেলে ওই গাড়িতে উঠার জন্য বলছিল। তখন আমি তাকে ওখানে চড়তে নিয়ে যায়। তারপর গিয়ে দেখি ওখানকার ড্রাইভার আমার পরিচিত। তাই আর কোন সমস্যা হয় নি। সে আমার ছেলেকে নিয়ে…mdshazzad in mosque • 6 days agoমসজিদআমরা মুসলমান। মসজিদ আমাদের একটা পবিত্র জায়গা। যেখানে মুমিন গন ৫ ওয়াক্ত নামায পড়ে। নামায একটা ফরজ ইবাদত। এই মসজিদ শুধু এখানেই নয় সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরকার কতৃক এই মসজিদ বানানো হয়েছে।…mdshazzad in tiapaki • last monthটিয়া পাখি। সে আমার খুব পছন্দের। সে সব সময় আমার কাছাকাছি থাকে।পাখিটা আমি ৪ বছর ধরে পুষছি।আমি অনেক সখ করে পাখিটা কিনেছি। ৪ বছর ধরে পুষছি। সে মুটামুটি অনেক পোষ মেনেছে।সে এখন অনেক কথা বলে। সব সময় আমার সাথে থাকে।আমর সাথে ভাত খাই। আমার সাথে চা খাই।আমর মেটর সাইকেলে…mdshazzad in myson • last monthআমার ভালোবাসার সন্তান। সুখ শান্তি আমি ওখানেই খুঁজে পাই।সে খুব অল্প বয়সেই এত মেধাবী। যে আমি নিজেই হতবাক হয়ে যায়।সে বাংলা পড়তে চাই না সব সময় ইংরেজি পড়তে পছন্দ করে। কম্পিউটারে গেম খেলা তার খুব পছন্দ। সব সময় নতুন কিছু শিখতে চাই। সবার কাছে আমার একটাই চাওয়া…mdshazzad in myson • last monthআমরা বাপ ছেলে। সব সময় একসাথে আড্ডা দিতে পছন্দ করি।তার ও আমার সাথে থাকা অনেক পছন্দ।ছোট বেলা থেকেই সে আমার সাথে থাকতে পছন্দ করে। সেআমার সাথে গেম খেলতে পছন্দ করে।আমার সাৎে ঘুমাতে পছন্দ করে। আমার সাথে ঘুরতে পছন্দ করে। চা খেতে পছন্দ করে। রাত জেগে গল্প করতে পছন্দ করে। আমার খুব ভালো…mdshazzad in blurtphoto • last monthটেম টিয়া পাখি।অনেক ভালো একটা পাখি।সব সময় কাছে থকে কামড়াই না। অনেক কথা বলে।mdshazzad in introductory • last monthMy introductory postআমি একজন ছাত্র। আমি অনার্স তৃতীয় বর্ষে পড়াশোনা করি। আজকে আমি নতুন blurt.blog এক্যাউন্টে জয়েন করেছি। আপনারা সবাই আমার লাইক কমেন্ট করবেন ধন্যবাদ।