উপায় কি?
প্রত্যেকটা মানুষের জীবনেই নানা ধরনের সমস্যা লেগেই থাকে। আমার জীবনও তার ব্যতিক্রম নয়। নানা ধরনের সমস্যা একের পর এক লেগেই আছে৷ কখনও পারিবারিক তো আবার কখনও নিজের অসুস্থতা। একের পর এক লেগেই আছে। বিগত প্রায় ৫ টা বছর আমি বাড়ী ছেড়ে কুষ্টিয়া শহরে ছিলাম মেসে পড়াশুনার উদ্দেশ্যে। মাঝে মাঝেই মেস পরিবর্তন বা স্থান বদলের কারণে পানির সমস্যা দেখা দিত। এতে করে একেক সময় একেক জায়গার পানি ব্যবহার করার কারণে শরীর কিছু অসুবিধা দেখা দিতে শুরু করে। কখনও স্বর্দি তো কখনও জ্বর। এভাবেই চলতেছিল। কিছু করার নাই বাইরে যেহেতু থাকতেছি, এটা মেনে নিতেই হবে৷
১ বছর মতো মেসে থাকার পর হঠাৎ খেয়াল করলাম, গোসলের সময় বা এমনিতে চিড়নি দিয়ে মাথার চুল আঁচড়ালে কিছু চুল উঠে আসছে। প্রথমে ভাবলাম এটা হয়ত এমনিতে হচ্ছে। কিন্তু পরবর্তীতে এর পরিমাণ বেড়েই চলেছে। পরে বুঝতে পারলাম, পানির সমস্যার জন্য মাথার চুল পড়ে যাচ্ছে। নিজের মতো করে অনেক কিছু নিলাম, সমস্যার সমাধানের জন্য। কিন্তু কিছুতেই কিছু হলো না৷ পরে আর কিছু নিলাম না। এভাবেই ৪ টা বছর চলে গেল। মাঝে কিছু দিন চুল পরা কম ছিল। পরে আবারও শুরু হয়েছে। কিছুতেই যেনো একে থামানো যাচ্ছে না।
কুষ্টিয়া পড়াশুনা শেষ করে আমি গত এক মাস হলো ডুয়েটে এডমিশন দেওয়ার জন্য গাজিপুরে কোচিং এ। এখানে আসার পর দেখছি পানি বদলের কারণে, আবারও মাথার চুল আরও পড়ে যাচ্ছে। চুল অনেক পাতলা হয়ে গিয়েছে। আসলে প্রকৃতপক্ষে এর কোনো সমাধানই আমি খুজে পাচ্ছি না। অনেকে বলতেছে, কয়েকবার যদি টাক হওয়া যায়, তাহলে চুল গজাতে পারে। কিন্তু আমি এখনও একবারও হয় নাই৷ ভাবতেছি, এইবার ঢাকা থেকে বাসায় গিয়ে টাক হবো।
তবে অনেকে অনেক ঔষুধের কথা বলে, এটা আমার বিশ্বাস হয় না৷ আপনাদের কাছেও যদি কোনো সমাধান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন৷ আসলে এর উপায়টা কি? কি করা উচিত সেটায় জানা দরকার৷ আশা করি সবাই বিষয়টা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন৷ আবারও দেখা হবে আমার নতুন কোনো পোষ্ট নিয়ে।
সবাইকে অনেক ধন্যবাদ আমার আজকেট পোষ্টটা পড়ার জন্য।