Bismillah Rahman Rahim
Tafsirul Quran Mahfil. Part 01.
Assalamu Alaikum
Greetings to everyone in the afternoon and today I am writing to give you a regular post. I hope everyone is well by the grace of Allah Almighty. Alhamdulillah, I am also well by the grace of Allah Almighty with everyone's prayers.
Friends
Today I have brought you a gift, an exceptional post. Which is a random photography and 2 videography of the preparation period of an Islamic Jalsa
In order to guide mankind, once upon a time, Allah Almighty used to send Prophets, Messengers, Saints, Saints etc. etc. Who used to try to attract us to religion with religious advice and show us the way to follow religious obedience with them.
Nowadays, there are no Prophets-Messiahs, Saints, Saints. Nowadays, this responsibility has been entrusted to the wise men, Muftis, Maulanas, Sufi saints, etc. of society. Therefore, in different villages, cities, towns, in different ways, Mahfil is organized, the people of the area are given religious initiation and they are attracted to their respective religions by listening to the message of religion.
In our great religion of Islam, all the things of religion are explained to the common people by describing and speaking in the light of the Quran and Hadith. The rules and regulations of religion, the principles and ideals, everything is presented in the light of the Quran and Hadith.
For this, it becomes necessary to gather the people of the area in one place and inform them with the message and description of religion. This is what we call Islamic Jalsa, Waj Mahfil, Tafsirul Quran Mahfil and Dharma Sabha etc. etc. etc. etc. etc. After receiving the news of the discussion of such a Tafsirul Quran Mahfil, I also went there to watch.
Although the main program of the Tafsirul Quran Mahfil will start after the Maghrib prayer. Even after that, I reached there before the time of Asr prayers. The purpose was to observe the overall situation and capture the entire gathering on camera. As a part of that, I started visiting the Tafsirul Quran pandal.
আসসালামু আলাইকুম
সবাইকে বিকালের শুভেচ্ছা জানিয়ে আজকে নিয়মিত পোস্ট উপহার দিতে লিখতে বসলাম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন ।আলহামদুলিল্লাহ, আমিও সবার দোয়া নিয়ে মহান আল্লাহর রহমতে ভালো আছি।
বন্ধুরা
আজ আমি আপনাদের জন্য উপহার দিতে তুলে নিয়ে এসেছি, একটি ব্যতিক্রমধর্মী পোস্ট। যাহা একটি ইসলামিক জলসা প্রস্তুতিকালীন সময়ের রেনডম ফটোগ্রাফী ও ২টী ভিডিওগ্রাফি
মহান আল্লাহ মানবজাতিকে হেদায়েত করার জন্য, এক সময় যুগে যুগে নবী, রাসুল, আউলিয়া, দরবেশ ইত্যাদি ইত্যাদি পাঠাতেন। যাহারা আমাদেরকে ধর্মীয় উপদেশ দিয়ে ধর্মের প্রতি আকৃষ্ট করার জন্য চেষ্টা করতেন এবং তাদের সহ ধর্মীয় আনুগত্য করতে পথ দেখিয়ে দিতেন।
আজকাল আর নবী-রাসূল, আউলিয়া, দরবেশ, নাই। এখনকার দিনে এ দায়িত্ব অর্পিত হয়েছে সমাজের জ্ঞানীগুণী, মুফতি, মওলানা, সুফি সাধক, ইত্যাদির কাছে। তাই বিভিন্ন গ্রামে, শহরে, গঞ্জে, বিভিন্নভাবে মাহফিল আয়োজন করে, এলাকার জনগণকে ধর্মীয় দীক্ষা দেওয়া হয় এবং ধর্মের বাণী শুনিয়ে তাদেরকে স্ব স্ব ধর্মের প্রতি আকৃষ্ট করা হয়।
আমাদের মহান ইসলাম ধর্মে কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা ও বক্তৃতা করে সাধারণ মানুষকে বুঝিয়ে দেওয়া হয়, ধর্মের যাবতীয় কথা সমুহ। ধর্মের বিধি-বিধান, নীতি-আদর্শ, সবকিছু কোরআন হাদিসের আলোকে তুলে ধরা হয়।
এর জন্য প্রয়োজন হয়ে পড়ে এলাকার লোকজনকে এক জায়গায় সমাবেত করে তাদেরকে ধর্মের বানী, বর্ণনার সাথে অবহিত করা হয়। একেই বলি আমরা ইসলামিক জলসা, ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল ও ধর্ম সভা ইত্যাদি ইত্যাদি বলে অবহিত করা হয়। এমনি এক তাফসীরূল কোরআন মাহফিলের আলোচনার আলোচনার খবর পেয়ে, আমিও সেখানে উপস্থিত হই দেখার জন্য।
যদিও তাফসিরূল কোরআন মাহফিলের মূল অনুষ্ঠান শুরু হবে , মাগরিবের নামাজের পর। তার পরেও সেখানে আসরের নামাজের সময়ের আগেই পৌঁছেছিলাম। উদ্দেশ্য, সার্বিক পরিস্থিতি অবলোকন ও সম্পুর্ন মাহফিলের ক্যামেরা বন্দি করা। তারই অংশ হিসেবে আমি তাফসিরুল কোরআন প্যান্ডেল পরিদর্শনে তৎপরতা শুরু করি ।
It was late afternoon. The call for Asr had just been given. I also went to a close relative's house to join this mahfil. After hearing the call for Isha, I left the relative's house and looked towards the Tafsirul Quran Mahfil pavilion with a relative.
As soon as the call for Asr was given, all the activities of the mahfil stopped and all the visiting audience left the Tafsirul Quran Mahfil pavilion for the purpose of Asr prayers and left for the mosque to offer Asr prayers. At this time, the pavilion became completely empty. Even no one was seen on the stage of the pavilion. I kept going around and taking pictures and videos of this empty pavilion for you to see.
সময় ছিল পড়ন্ত বিকাল। সবেমাত্র আসরের আযান দিয়েছে। আমিও এই মাহফিলে শরিক হওয়ার জন্য এক নিকট আত্মীয়ের বাসায় গিয়ে পৌঁছি। এশার আজান শুনে, আত্মীয়র বাসা থেকে বের হয়ে তাফসিরুল কোরআন মাহফিল এর প্যান্ডেলের দিকে একজন আত্মীয়কে সঙ্গে করে নিয়ে দেখতে থাকি।
আসরের আযান দেওয়ার সাথে সাথে মাহফিলের সমস্ত কার্যক্রম বন্ধ হয়ে যায় এবং সমস্ত আগন্তক শ্রোতা আসরের নামাজের উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল প্যান্ডেল ত্যাগ করে, আসরের নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা করেন। এ সময় প্যান্ডেলটি পুরাই ফাঁকা হয়ে যায়। এমনকি প্যান্ডেলের মঞ্চেও কাউকে সময় দেখা যায় না। আমি ঘুরে ঘুরে এই ফাঁকা প্যান্ডেলের ছবি এবং ভিডিও আপনাদের দেখার উদ্দেশ্যে ধারণ করতে থাকি।
First, I entered the women's pandal, that is, the place where women would listen to the discourses of this Tafsirul Mahfil. There was no one there, only a woman wandering around inside. My relative asked the woman, where is the projector screen installed here. The woman showed me the projector. Since there was nothing special there, I walked out without taking any photography or videography.
প্রথমে আমি মহিলাদের প্যান্ডেল অর্থাৎ মহিলারা যেখান থেকে এই তাফসিরুল মাহফিল এর কথাবার্তা শুনবেন সেখানে প্রবেশ করি। সেখানে দেখলাম কেহই নাই একজন মহিলা শুধু ভিতরে ঘোরাফেরা করছে। আমার আত্মীয় লোকটি সেই মহিলাকে জিজ্ঞাসা করলেন ,এখানে প্রজেক্টের পর্দা কোথায় লাগানো হয়েছে। মহিলা প্রজেক্টরটি দেখিয়ে দিলেন। সেখানে বিশেষ কিছু না থাকায় আমি কোন ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি ধারণ না করে ঘুরেফিরে বের হয়ে চলে আসলাম।
Now I headed towards the main pandal. The distance of the main pandal from the women's pandal is probably 50 yards. Now I entered the main pandal. I went straight towards the stage of the pandal. After seeing the condition and location there, I started taking videos and photography. Standing there, I started taking videography and rear photography of all the pandals. At one point, I opened the phone camera and introduced myself and walked around and took pictures and videography of the entire pandal. At that time, there were no people there. An old man was sitting just below the pandal stage. He was sitting alone. He would pray here. So he would not go out. My relative talked to him a lot. In between, I started taking pictures and videos.
Now I will come out of the pandal. I took one or two more pictures as I came out. After coming out of the pandal and taking several pictures of the pandal gate, that is, the pandal gate of the Tafsirul Quran Mahfil, I went to my destination.
এবার আমি মূল প্যান্ডেলের দিকে রওনা দিলাম । মূল প্যান্ডেলের দূরত্ব মহিলা প্যান্ডেল থেকে হয়তো ৫০ গজ হবে। এবার মূল প্যান্ডেলে প্রবেশ করলাম ।সোজা প্যান্ডেলের মঞ্চের দিকে চলে গেলাম। সেখানকার অবস্থা ও অবস্থান দেখে শুনে ভিডিও ও ফটোগ্রাফি করা শুরু করলাম। সেখান দাঁড়িয়েই সমস্ত প্যান্ডেলের ভিডিওগ্রাফি ও রেনভম ফটোগ্রাফি ধারণ করতে শুরু করলাম। একসময় ফোন ক্যামেরা ওপেন করে আমি নিজেকে উপস্থাপন করে ঘুরে ঘুরে সারা প্যান্ডেলের ছবি ও ভিডিওগ্রাফি ধারণ করলাম।। এসময় ওখানে কোন লোকজন ছিল না। একজন বয়স্ক লোক প্যান্ডেল মঞ্চের নিচেই শুধু বসে ছিল । উনি একাই বসেছিল। উনি এখানেই নামাজ পড়বেন ।তাই তিনি বাইরে যাবেন না। আমার আত্মীয় লোকটি উনার সাথে বেশ কিছু কথা বললেন। এ ফাঁকে ফাঁকে আমি ছবি ও ভিডিও ধারণ করা শুরু করে দিলাম।
এবার আমি প্যান্ডেল থেকে বাইরে আসবো। বাইরে আসতে আসতে আরো দুই একটি ছবি ধারণ করে নিলাম। প্যান্ডেল থেকে বের হয়ে এসে এবার প্যান্ডেল গেটের অর্থাৎ তাফসীরুল কোরআন মাহফিল এর প্যান্ডেল গেটের বেশ কয়েকটি ছবি ধারণ করে নিয়ে, আমি আমার গন্তব্যে চলে গেলাম।
Friends, this was some initial videography and photography of my Tafsirul Quran Mahfil.
Again, after the Maghrib Azan, when the Tafsirul Quran Mahfil resumes, I will try to capture its photography and videography and show it to you. I will even capture and show you all the tafsir analysis of today's main speaker Maulana Ahmed Mollah later. This is the first part of my today's Tafsirul Quran Mahfil. Everyone is invited to watch the second part.
Stay tuned.
বন্ধুরা, এই ছিল আমার একটি তাফসীরুল কোরআন মাহফিলের কিছু প্রাথমিক ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি।
আবার মাগরিবের আজানের পর তাফসিরুল কোরআন মাহফিল পুনরায় শুরু হলে আমি তারও ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি আপনাদের ধারণ করে দেখানোর চেষ্টা করব। এমনকি আজকের প্রধান বক্তা মাওলানা আহমেদ মোল্লা এর সমস্ত তাফসীর বিশ্লেষণ পরবর্তীতে ধারণ করে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব । এটি আমার আজকের তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম পর্ব। দ্বিতীয় পর্ব দেখার জন্য সবাই কে আমন্ত্রণ জানানো হলো।
সাথেই থাকুন।
Blogger and Photographer | @mrnazrul |
---|---|
Use Camera 📸 | 🤳 Handset |
Cetegory | Photography blog |