Assalamualaikum
Everyone. l am @Khokon70
From #Bangladesh November,23-10-2024
- A beautiful day
- November,23-10-2024,
- Saturday.....
Alaikum my dear friends, how are you all? I hope you are all doing well by the grace of God. Alhamdulillah I am also very well with the grace of Allah Pak.Today I am in the "Blurt Space"I came to the community with a very nice post. Now I am going to share with you. How a hardworking farmer grows crops in his own land.And the methods of cultivating the land with improved quality called Nangal.I am going to present them to you, I hope you will like them, so let's begin.
Since Bangladesh is an agricultural country, almost 80 percent of the total population of Bangladesh is engaged in agriculture in most of the districts.In our district Kushtia also many people do agricultural work and they lead a very simple life which is what I will discuss through this post. What you can see in this picture is a high-quality English powered plow that actually plows the land.But there was a time when these engine driven plows were not available, people plowed their lands with the help of cows with great difficulty, but now with the modern age, it is possible to cultivate a lot of land in a very short time with this type of plow because they are oil powered plows.
কমিউনিটিতে খুব ইচ্ছা চমৎকার একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি।এখন আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি।একজন পরিশ্রম কৃষক কিভাবে তার নিজের জমিতে ফসল ফলায়। এবং উন্নত মানের নাম নাঙ্গল দিয়ে কিভাবে জমি চাষ করা হয় সেই পদ্ধতি গুলো। আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি আমি আশা করি সেগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে শুরু করা যাক। যেহেতু বাংলাদেশের একটি কৃষি প্রধান দেশ তাই এদেশের প্রায় অধিকাংশ জেলাতেই কমবেশি কৃষি কাজ করা হয় বলতে গেলে বলা যায় বাংলাদেশের মোট জনসংখ্যার 100 ভাগের 80 ভাগ মানুষের। কৃষি কাজের সাথে সংযুক্ত রয়েছে আমাদের জেলা কুষ্টিয়াতেও অনেকেই কৃষি কাজ করেন এবং তারা খুবই সাধারণভাবে জীবন যাপন করেন সেগুলোই আমি এই পোষ্টের মাধ্যমে আলোচনা করব।
এই ছবিটা আপনারা যেটা দেখতে পারছেন উন্নতমানের একটি ইঞ্জিল চালিত নাঙ্গল যেটাতে আসলে জমি চাষ করা হয়। কিন্তু একটা সময় ছিল যখন এই ইঞ্জিন চালিত নাঙ্গল ছিল না তখন গরুর সাহায্যে মানুষ খুবই কষ্টে তাদের জমিগুলো চাষ করতেন কিন্তু এখন আধুনিকতার যুগে এসে এই ধরনের লাঙ্গল দিয়ে খুব অল্প সময় অনেক বেশি জমি চাষ করা সম্ভব কারণ এগুলো তেল চালিত নাঙ্গল।
The person you can see in this picture is plowing. The main job of this person is to cultivate the land of other farmers and that is why.Could not earn doing very little and with that little money the person determines his livelihood. Now let's know how a farmer grows crops on his land after cultivating the land.A farmer, when the land is cultivated, very efficiently scatters the seeds of various crops on his land.That is, the planting continues.If you don't see Jay Krishek's film, you will understand that he is very skillful. Taking the seeds from a pot, very skillfully sprinkling the seeds all over the land.
And some time after planting the seeds, it is necessary to water the land, then after some time when the water is given, the seedlings grow from the seeds and till the seedlings are produced, a farmer is a farmer.There is a lot of tension because he has tilled his own land with great difficulty whether his seeds will grow into plants.If seedlings are not produced. Then he has to plow the land again and sow a lot of seeds.It costs a farmer a lot of money to produce saplings. The farmer was very happy. After that, when the seedlings are established, different types of insect attacks occur. A farmer has to protect his crops from those insects. A farmer because this crop will meet his food needs. Performs every task step by step very efficiently.After that when those crops started to ripen after a lot of hard work. Crops are good.They save the crops from the land when they are ripe and they use them to meet their food and other needs. Through this post, I have tried to share the methods of how to cultivate the land with a good quality plow and sprinkle the crops on the land, I hope you will like them. May you all be well and may God bless you.
এই ছবিতে আপনারা যাকে দেখতে পারছেন নাঙ্গল চালাচ্ছে।এই ব্যক্তির প্রধান কাজ হচ্ছে অন্য কৃষকের জমি চাষ করে দেওয়া আর যার কারণে। খুব অল্প কিছু করতে উপার্জন করতে পারেনি আর সেই অল্প অর্থ দিয়ে সেই ব্যক্তি তার জীবিকা নির্ধারণ করে। এবার চলুন জেনে নেয়া যাক একজন কৃষক কিভাবে জমি চাষ করার পর তার জমিতে ফসল ফলায়। একজন কৃষক যখন জমি চাষ করা হয়ে যায় তখন খুবই দক্ষতার সাথে।তার জমিতে বিভিন্ন ধরনের ফসলের বীজ ছিটাতে থাকে । অর্থাৎ রোপন করতে থাকে যায়। জয় কৃষেক এর ছবিটি দেখলাম না বুঝতে পারবেন তিনি খুবই দক্ষতার সাথে। একটা পাত্রের বীজগুলো নিয়ে খুবই দক্ষতার সাথে অল্প অল্প করে সমস্ত জমিতে বীজগুলো ছিটাচ্ছে। এবং বীজ গুলো রোপন করার কিছুক্ষণ পর জমিতে পানি দেওয়ার প্রয়োজন পড়ে এরপর যখন পানি দেওয়া হয়ে যায় তার কিছু অনেকদিন পর সেই বীজ থেকে চারা গাছ তৈরি হয় আর চারা গাছ তৈরি।
পর্যন্ত একজন কৃষক। খুবই টেনশন এর মধ্যে থাকে কারণ তার বীজগুলো থেকে চারা গাছ হবে কিনা কারণ অনেক কষ্টে সে তার নিজের জমি চাষ করেছে। যদি চারা গাছ তৈরি না হয়। তাহলে তার আবারো জমি চাষ করতে হবে আবার অনেক বীজ ছিটাতে হবে। এতে একজন কৃষকের অনেক অর্থ ব্যয় হয় এইজন্য চারা গাছ তৈরি হলে। কৃষক অনেক খুশি হয়ে যান। এরপর যখন চারা গাছ তৈরি হয় বিভিন্ন ধরনের পোকার আক্রমণ দেখা দেয়। সেই পোকামাকড় থেকে একজন কৃষ তার ফসল গুলোকে রক্ষা করতে হয়। কারণ এই ফসল তার খাবারের চাহিদা মেটাবেন এইজন্য একজন কৃষক। খুবই দক্ষতার সাথে প্রত্যেকটি কাজ ধাপে ধাপে করে থাকেন।
এরপর যখন সেই ফসল গুলো।পাকতে শুরু করে অনেক কষ্ট করার পর। ফসল ভালোভাবে হয়। সেগুলো যখন পেকে যায় তখন জমি থেকে ফসলগুলো সংরক্ষণ করে এবং সেগুলো সেগুলো দিয়েই তাদের খাবারের চাহিদা মিটায় এবং অন্যান্য চাহিদা গুলো মিটিয়ে থাকেন। আমি এই পোষ্টের মাধ্যমে কিভাবে উন্নত মানের নাঙ্গল দিয়ে জমি চাষ করা হয় এবং জমিতে ফসল করে দিয়ে ছিটানো হয় সেই পদ্ধতি গুলো শেয়ার করার চেষ্টা করেছি আমি আশা করি সেগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।