Friends of my blurt space Community
I'm @fizz.vai from Bangladesh
I hope you all are well and I am also well. Today I am here with another new post. You may have seen this post about my pond in the past, today I came to share a post about it with you. I have different types of fish in this pond and I feed them constantly. To be honest, it's actually much better to enjoy the moment of feeding the fish. Those of you who have enjoyed the moment of feeding pangas tilapia fish know what a sweet moment it is. In fact, these fish are fed floating food and they all rise to the top of the water to re-eat, so it's a different kind of sight. Since I live in a rural area and our village has a lot of ponds, I am very familiar with these issues since childhood. And as I have seen from my childhood we have many ponds and fish are cultivated in those ponds. I have been watching things since my childhood so I have a very good understanding of all things. Since I have a very good understanding of the subject since my childhood, I do not have much difficulty in doing various tasks in this subject. I personally fish in two ponds now and one of the fish in my pond is pangasa tilapia. Currently I have over 1000 pangas and 11000 tilapia fish in my pond. I like to feed those fishes every day in the afternoon as it is afternoon so I get to enjoy this moment very well. And those are the moments that I came to share with you today. If any of you read my post carefully then I hope you enjoyed reading my writings.
One thing I have noticed very well is that in the afternoon the weather becomes very beautiful and it is very nice to spend that time in this atmosphere. Since my pond is surrounded by natural beauty, I always find a different kind of fun in spending time here. There are a lot of green plants here and everyone likes to spend time among these green plants. A few days ago, I thought that I would do fish farming in some ponds, but I couldn't do it while waiting for the time and opportunity. Suddenly, one day, I took two dogs to reflect on that thought and started fishing activities with fish in those ponds. First of all, it was a bit difficult for me because after finishing the private school, doing this job became like an extra job for me. But as a result of doing this constantly, it has become almost like a routine for me, so I don't have to suffer any more and I don't feel any pain. This is like a routine for me now. I think this job is one of the things I have to do every day. And at the same time I get a chance to earn good amount of money from here by spending little time.
A younger brother of mine always helps me in many ways to cultivate my pond. I can accompany him in any danger, so the amount of labor needed to do this job is reduced. And with any work I can do it very easily. Today I went to the doctor for a while with my son so it was a bit late to give fish food compared to other days. That is why it was almost evening when I reached my pond. And in the evening I noticed that the Dev wind was blowing and it was very nice to spend time in this wind. Such natural air is not available everywhere and this air contains a lot of oxygen. Today we both went to feed my fish in this pond. The biggest reason we didn't spend much time today after getting there was because we were already late. Another day we went to the pond in the afternoon and spent time there till evening. Our time passed with stories including fish feeding. And I am trying one more thing to bring him to this platform i.e. I have already connected my younger brother who is always with me to this platform. Now I have to spend time teaching him light work, but I like it a lot. It makes me feel good to know that I am getting the opportunity to add to this platform the people I always want to keep with me. And this work is even better because of the fact that I am associated with the team. At the same time, I have created a community so I can give them all the opportunity to work together in this community and give them some extra support. In this way, if everyone gets an opportunity to give extra support, then one day everyone will work well here and can earn good money from here, I think.
All in all, this afternoon seems to be passing very well for me because on the one hand I am able to take care of the fish and on the other hand I am getting an opportunity to connect the younger brothers with this platform. Hopefully if I can do everything a little bit better then it will be very good for me in two subjects and I will be able to achieve success in two subjects very well. You have already noticed that I have connected many boys from our area to this platform. They are constantly sharing beautiful posts with you and I think they will continue to do so. After that, there is another target to add those who are in our village here. In one word, my main target is to bring all the members of Bangladesh under one umbrella so that everyone can develop their latent talents here collectively. And in this regard, I took the first initiative to unite them, so even if the first path is a little difficult for me, I am willing to do all the trouble to make that difficult path possible. If everyone has a good will then I believe that I can do that work very easily.
Anyway, today I am not sharing much with you, as of today, I will appear with you later with a new post.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে আরো একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আপনারা হয়তোবা আমার পুকুরের এই পোস্ট বিগত সময়ে দেখেছিলেন আজকে আমি আপনাদের মাঝে সেই বিষয়ে একটা পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গেলাম। আমার এই পুকুরে বিভিন্ন ধরনের মাছ রয়েছে আর সেই মাছগুলোকে আমি প্রতিনিয়ত খাবার দিয়ে থাকি। সত্য কথা বলতে মাছের খাবার দেবার মুহূর্তটা উপভোগ করতে আসলেই অনেক বেশি ভালো লাগে। আপনারা যারা পাঙ্গাস তেলাপিয়া মাছের খাবার দেবার মুহূর্তটা উপভোগ করেছেন তারা জানেন যে এটা কতটা ভালো লাগার মত একটা মুহূর্ত। আসলে এই মাছগুলোকে ভাসমান খাবার খাওয়ানো হয় আর এরা সকলে পানির উপরে উঠে এসে আবার গ্রহণ করতে থাকে তাই এগুলোকে দেখতে অন্য রকমের একটা ভালো লাগে। যেহেতু আমি গ্রাম অঞ্চলে বসবাস করি আর আমাদের গ্রামের প্রচুর পরিমাণে পুকুর রয়েছে তাই ছোটবেলা থেকেই এই বিষয়গুলোর সাথে আমি খুবই ভালোভাবে পরিচিত। আর যেহেতু আমি ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের অনেকগুলো পুকুর আছে আর সেই পুকুরে মাছ চাষ করা হয়। ছোটবেলা থেকেই বিষয়গুলো দেখে আসছি তাই সব বিষয় সম্পর্কে খুবই ভালোভাবে ধারণা লাভ করে ফেলেছি। যেহেতু বিষয়টা সম্পর্কে আমার ছোটবেলা থেকেই খুব ভালোভাবে ধারণা রয়েছে তাই এই বিষয়ে বিভিন্ন কাজ করতে আমার খুব একটা বেশি কষ্ট হয় না। আমি ব্যক্তিগতভাবে দুইটা পুকুরে এখন মাছ চাষ করে থাকি আর আমার সেই পুকুরে যে মাছ রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাঙ্গাসা তেলাপিয়া। বর্তমান সময়ে আমার পুকুরে এক হাজারের বেশি পাঙ্গাস এবং ১১ হাজার এর মত তেলাপিয়া মাছ রয়েছে। আমি প্রত্যেকদিন বিকেলের দিকে সেই মাছগুলোকে খাবার দিতে চাই যেহেতু বিকেলে যায় তাই এই মুহূর্তটা আমি খুবই ভালোভাবে উপভোগ করার সুযোগ পাই। আর সেই মুহূর্তগুলোই আপনাদের মাঝে আজকে শেয়ার করার জন্য হাজির হলাম। আমার পোস্ট যদি আপনারা কেউ মনোযোগ সহকারে পড়েন তাহলে আশা করি আমার এই লেখাগুলো পড়ে আপনাদের কাছে খুবই ভালো লাগলো।
আমি একটা জিনিস খুবই ভালোভাবে লক্ষ্য করেছি যে বিকেলের দিকে আবহাওয়া টা অনেক সুন্দর হয়ে যায় আর এই পরিবেশটাতে সেই সময়টা অতিবাহিত করতে খুবই ভালো লাগে। যেহেতু আমার পুকুরে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটা পরিবেশ লক্ষ্য করা যায় তাই এখানে সময় অতিবাহিত করার মধ্যে অন্য রকমের একটা মজা আমি পাই প্রতিনিয়তই। এখানে প্রচুর পরিমাণে সবুজ গাছপালা রয়েছে আর এই সবুজ গাছপালার মাঝে সবাই অতিবাহিত করতে কার না ভালো লাগে। আজ থেকে বেশ কয়েকদিন আগে আমি চিন্তা করেছিলাম যে আমি কয়েকটা পুকুরে মাছ চাষ করব কিন্তু সময় এবং সুযোগের অপেক্ষায় সেটা করতে পারছিলাম না হঠাৎ করে একদিন চিন্তা করা সেই বিষয়টার প্রতিফলন ঘাঁটানোর জন্য দুইটা কুকুর নিয়ে নিলাম আর সেই পুকুরে মাছ দিয়ে মাছ চাষের কার্যকলাপ শুরু করে দিলাম। প্রথমত আমার জন্য বিষয়টা একটু কষ্টের হয়ে গিয়েছিল কেননা স্কুল প্রাইভেট শেষ করে এই কাজ করাটা আমার জন্য একটা এক্সট্রা কাজের মত হয়ে গিয়েছিল। কিন্তু প্রতিনিয়ত এই কাজটা করার ফলে আমার কাছে এখন বিষয়টা অনেকটাই রুটিন এর মত হয়ে গিয়েছে তাই আমাকে আর তেমন কোন কষ্টও করতে হয় না আর তেমন কোন কষ্ট মনেও হয় না। এই বিষয়টা যেন আমার কাছে একটা রুটিনের মতো হয়ে দাঁড়িয়ে আছে এখন। আমার প্রতিনিয়ত যে কাজগুলো করা লাগে তার মধ্যে এই কাজটা আমার এখন অন্যতম একটা কাজ বলে আমি মনে করি। আর একই সাথে অল্প কিছু সময় অতিবাহিত করার ফলে এখান থেকে আমি ভালো পরিমাণে টাকা উপার্জন করার সুযোগ পেয়ে থাকি।
আমার এই পুকুরে চাষ করার জন্য আমার একটা ছোট ভাই সব সময় আমাকে অনেক বিষয়ে সাহায্য সহযোগিতা করে। যে কোন বিপদে আপদে তাকে আমি সাথে পারি তাই তো আমার এই কাজটা করতে যে পরিমাণে পরিশ্রমিক প্রয়োজন হতো সেটা পরিমাণ অনেকটাই কমে যায়। আর যেকোনো কাজ দিয়ে আমি খুব সহজেই করে ফেলতে পারি। আজকে ছেলেকে নিয়ে কিছু সময়ের জন্য ডাক্তারের কাছে গিয়েছিলাম তাই মাছের খাবার দিতে তুলনামূলকভাবে অন্যদিনের তুলনায় একটু দেরি হয়ে গিয়েছিল। এজন্য আমি যখন আমার পুকুরে পৌঁছে গিয়েছিলাম তখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর সন্ধ্যার সময় আমি লক্ষ ্য করে দেবের বাতাস বয়ে চলেছে আর এই বাতাসে সময় অতিবাহিত করতে খুবই ভালো লাগছিল। এরকম প্রাকৃতিক বাতাস সব জায়গাতে পাওয়া যায় না আর এই বাতাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অক্সিজেন। আজকে ও আমরা দুজনেই আমার এই পুকুরের মাছের খাবার দিতে গিয়েছিলাম। সেখানে যাবার পরে আমরা আজকে খুব একটা বেশি সময় অতিবাহিত করেনি তার সবথেকে বড় কারণ হচ্ছে এমনিতেই আমাদের দেরি হয়ে গিয়েছিল। অন্যদিন আমরা বিকেলের দিকেই পুকুরে চলে যাই আর সন্ধ্যা পর্যন্ত সেখানে সময় অতিবাহিত করি। মাছের খাবার দেয়া সহ গল্পের সাথে আমাদের সময়টা অতিবাহিত হয়ে যায়। আর আমি আর একটা জিনিস চেষ্টা চালিয়ে যাচ্ছি তাকে এই প্লাটফর্মে নিয়ে আসছি অর্থাৎ যে ছোট ভাই আমার সাথে প্রতিনিয়ত থাকে তাকে আমি এই প্লাটফর্মের সাথে ইতিমধ্যেই যুক্ত করিয়ে ফেলেছি। এখন তাকে হালকা পাতলা কাজ শেখানোর জন্য আমাকে সময় অতিবাহিত করতে হচ্ছে তারপরও বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। এই বিষয়টা জেনে আমার কাছে ভালো লাগছে যে আমি যাদেরকে সবসময়ই নিজের সাথে রাখতে চাই তাদেরকেই এই প্লাটফর্মে যুক্ত করানোর সুযোগ পাচ্ছি। আর এই কাজটা সবথেকে বেশি ভালো হচ্ছে আমি টিম এর সাথে যুক্ত হবার কারণে। একই সাথে আমি একটা কমিউনিটি তৈরি করেছি তাই এই কমিউনিটিতে তাদেরকে সকলকে একত্রিতভাবে কাজ করার জন্য সুযোগ দিতে পারছি আবার বাড়তি কিছুটা সাপোর্টও দিতে পারছি। এভাবে যদি প্রতিনিয়ত সবাইকে বাড়তি সাপোর্ট দেবার মত সুযোগ পায় তাহলে একদিন সকলেই এখানে ভালোভাবে কাজ করবে এবং এখান থেকে ভালো একটা টাকা উপার্জন করতে পারবে বলে আমার কাছে হয়।
সব মিলিয়ে বিকেলের এই সময়টা আমার কাছে খুবই সুন্দরভাবে অতিবাহিত হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে কেননা একদিকে যেমন মাছের পরিচর্যা করতে পারছি তার অন্যদিকে ছোট ভাইদের কে এই প্লাটফর্মের সাথে যুক্ত করানোর সুযোগ হয়ে যাচ্ছি। আশা করি যদি একটু ভালোভাবে সকল কাজ করতে পারি তাহলে দুইটা বিষয়ে আমার জন্য খুবই ভালো হয়ে যাবে এবং দুইটা বিষয়ে আমি খুবই ভালো ভাবে সফলতা অর্জন করতে পারব। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করে দেখেছেন যে আমি আমাদের এলাকার অনেকগুলো ছেলেকে এই প্লাটফর্মের সাথে যুক্ত করেছি। তারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর পোস্ট আপনাদের মাঝে শেয়ার করছে এবং পরবর্তীতেও এমনটাই করবে বলে আমার কাছে মনে হয়। এরপরে আবার টার্গেট আছে আমাদের গ্রামে আরো যারা আছে তাদেরকে এখানে যুক্ত করানোর। এক কথায় আমার প্রধান টার্গেট হচ্ছে বাংলাদেশের সকল সদস্যদের কে একটা ছায়ার নিচে নিয়ে আসার যেন সকলে এখানে সম্মিলিতভাবে নিজেদের সুপ্ত প্রতিভা গুলোকে বিকাশ ঘটাতে পারে। আর এই বিষয়টাতে আমি তাদের কে একত্রিত করার জন্য প্রথম উদ্যোগ গ্রহণ করেছি তাই প্রথমের পথ চলাটা আমার জন্য কিছুটা কঠিন হলেও আমি সেই কঠিন পথ চলাটাকে পারি দেবার জন্য সকল কষ্ট করতে রাজি আছি। যদি সকলের একটা ভালো ইচ্ছা থাকে তাহলে আমার সেই কাজটাকে আমি খুব সহজে করতে পারব বলে নিজের কাছে বিশ্বাস হয়।
যাই হোক আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হব নতুন কোন একটা পোষ্টের মধ্য দিয়ে।
https://x.com/fizzvai/status/1838231495229808935?t=klHF-SlHu8NfI-zRLm9cfw&s=19
Brother you have shared with us today a very beautiful moment of feeding the fish in the pond. Besides, I really like to see them. I was very happy to see the pond through the post.
Brother, thank you very much for sharing with us the feeling of giving food in the afternoon pond
Telegram and Whatsapp