Like every day, today I am here to share a new post with you. I can guarantee that if you read the post I shared carefully, you will enjoy it very much. At present, winter has come to our country and we always take various initiatives based on this winter. We have noticed that the number of diseases increases a lot in different parts of our country during winter days. Since the number of diseases increases a lot during winter days, we all should be careful during this time. If we can keep our families and our children careful, it will be possible to prevent various diseases every winter day. In these days of winter, various changes in the weather can be observed and with the change in the weather, various diseases and diseases increase, so everyone needs to be careful during this time, especially in the case of small boys and girls. If any kind of lack of caution is observed in the case of boys and girls, then they can easily get affected in various ways. Those days become more difficult for parents because during these days and nights children don't want to take any kind of rest, they keep doing bad things all day long especially during night days they don't want to sleep at all. can't sleep
প্রত্যেক দিনের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট শেয়ার করার জন্য হাজির হয়ে গিয়েছি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার শেয়ার করা পোস্ট যদি আপনারা একটু মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনাদের কাছে এটা দেখে খুবই ভালো লাগবে। বর্তমান সময়ে শীতকাল আমাদের দেশে চলে এসেছে আর এই শীতকালকে কেন্দ্র করে আমরা সব সময় বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা লক্ষ্য করে দেখেছি শীতের দিনকে কেন্দ্র করে আমাদের দেশের বিভিন্ন জায়গাতে রোগের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে যায়। যেহেতু শীতের দিনগুলোতে রোগের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়ে যায় তাই এই সময়টাতে আমাদের সকলের সাবধানতা অবলম্বন করা উচিত যদি আমরা একটু ভালোভাবে নিজেদের পরিবার এবং নিজেদের সন্তানদেরকে সাবধানতার সাথে রেখে দিতে পারি তাহলে এই শীতের দিন প্রতি বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করা সম্ভব হবে। শীতের এই দিনগুলোতে আবহাওয়াতে বিভিন্ন ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় আর আবহাওয়াতে পরিবর্তন লক্ষ্য করার সাথে সাথে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি ও বৃদ্ধি পেতে থাকে এজন্য এই সময়টাতে সকলকেই একটু সাবধানতা অবলম্বন করতে হয় বিশেষ করে ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে একটু বেশি পরিমাণে সাবধানতার অবলম্বন করার প্রয়োজন হয় যদি ছোট ছেলে মেয়েদের ক্ষেত্রে সাবধানতার কোন ধরনের ঘাটতি লক্ষ্য করা যায় তাহলে খুব সহজে তারা বিভিন্ন ধরনের আক্রান্ত হয়ে যেতে পারে। সেই দিনগুলো বাবা-মার জন্য অনেক বেশি কষ্টের হয়ে যায় কেননা এই দিনে এবং রাতে ছেলেমেয়েরা কোন ধরনের রেস্ট নিতে চায় না তারা সারাদিন অন্যায় করতে থাকে বিশেষ করে রাতের দিনগুলোতে তারা কোনভাবে ঘুমাতে চায় না ঘুম যখন একটা শিশু না ঘুমাবে ঠিক সেই মুহূর্তে বাবা-মা ও ঘুমাতে পারবে না।
That's why we always take a little extra precaution with our child because if there is a little mistake he can get sick and if he gets sick we need to know more about him. Abbu fell ill here a few days ago and we have had to spend a very busy time around him. I have already shared a few posts with you about that where I said that I and your brother went to the doctor with your beloved little Abu Rayhan just to see the doctor. The doctor gave him different kinds of medicine and if he had problems, cold, fever and cough are the three problems that are being observed for years at this time. And at this time, not only us but every human being and every little boy and girl need a little extra because if there is a little neglect in these days the children will fall into a lot of diseases and it will not leave any parent in case of their child's illness. So they will always try as best as possible to keep their children under protection especially in the evening and early morning during this time the amount of cold is relatively high and due to this the immunity is reduced and the amount of disease increases a lot in this sonata. But if a little extra precaution is taken then it is possible to prevent such diseases very easily. They should always apply good oil i.e. pure mustard oil then it will be seen that the amount of disease has reduced a lot.
That's why we always take a little extra precaution with our child because if there is a little mistake he can get sick and if he gets sick we need to know more about him. Abbu fell ill here a few days ago and we have had to spend a very busy time around him. I have already shared a few posts with you about that where I said that I and your brother went to the doctor with your beloved little Abu Rayhan just to see the doctor. The doctor gave him different kinds of medicine and if he had problems, cold, fever and cough are the three problems that are being observed for years at this time. And at this time, not only us but every human being and every little boy and girl need a little extra because if there is a little neglect in these days the children will fall into a lot of diseases and it will not leave any parent in case of their child's illness. So they will always try as best as possible to keep their children under protection especially in the evening and early morning during this time the amount of cold is relatively high and due to this the immunity is reduced and the amount of disease increases a lot in this sonata. But if a little extra precaution is taken then it is possible to prevent such diseases very easily. They should always apply good oil i.e. pure mustard oil then it will be seen that the amount of disease has reduced a lot.
এজন্য আমরা সব সময় আমাদের সন্তানকে নিয়ে একটু বাড়তি সতর্কতা অবলম্বন করি কারণ না একটু ভুল হলেই সে অসুস্থ হয়ে যেতে পারে আর অসুস্থ হয়ে গেলে আমাদেরকে সব থেকে বেশি পরিচিত করতে হবে। গত কয়েকদিন আগে আব্বুর এখানে অসুস্থ হয়ে গিয়েছিল আর তার এই অসুস্থ তাকে কেন্দ্র করেই আমাদেরকে খুবই ব্যস্ত সময় অতিবাহিত করতে হয়েছে। সেই বিষয়ে আমি ইতিমধ্যে আপনাদের মাঝে কয়েকটা পোস্ট শেয়ার করেছিলাম সেখানে আমি বলেছিলাম আমি কি এবং আপনাদের ভাইয়া আপনাদের সকলের প্রিয় ছোট আবু রায়হানকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম শুধুমাত্র ডাক্তার দেখানোর জন্য। ডাক্তার তাকে বিভিন্ন ধরনের ঔষধ দিয়েছিল তার কথা সমস্যা হলে ঠান্ডা জ্বর এবং কাশি এই তিনটা সমস্যা এই সময়টাতে বছর পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে। আর এই সময়টাতে শুধুমাত্র আমাদের না প্রতিটা মানুষের এবং প্রতিটা ছোট ছোট ছেলে মেয়েদের প্রতি একটু বাড়তি যখন এবার প্রয়োজন রয়েছে কেননা এই দিনগুলোতে যদি একটু অবহেলা করা যায় তাহলে সন্তানেরা খুবই বেশি পরিমাণে অসুস্থতার মধ্যে পড়ে যাবে আর এটা কোনভাবেই কোন বাবা-মা ছাড়বেনা তাদের সন্তানের অসুস্থতার ক্ষেত্রে তাই তারা সবসময় চেষ্টা করবে যতটা ভালোভাবে সম্ভব নিজের সন্তানদেরকে সুরক্ষার মধ্যে রেখে দেওয়া বিশেষ করে সন্ধ্যার পরে এবং সকালের দিকে এই সময়টাতে ঠান্ডার পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি থাকে আর এই কারণেই প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রোগের পরিমাণ এই সোনাটাতে অনেক বেশি করে বৃদ্ধি পেয়ে যায়। কিন্তু যদি একটু বাড়তি সতর্কতা অবলম্বন করা যায় তাহলে খুব সহজেই এই ধরনের রোগ গুলো থাকে প্রতিরোধ করা সম্ভব তাদেরকে সব সময় ভালো তেল অর্থাৎ খাঁটি সরিষার তেল মাখাতে হবে তাহলে দেখা যাবে যে রোগের পরিমাণটা অনেকটাই কমে গেছে।
গতদিন আমি লক্ষ্য করে দেখলাম বাবা এবং ছেলে দুষ্টুমি শুরু করে দিয়েছে এই শীতের কাঁথা কে কেন্দ্র করে। বিষয়টা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই তো আমি কয়েকটা ফটোগ্রাফি ধারণ করে রাখলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। বাবা ছেলের সুন্দর এই মুহূর্ত আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মত এই পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবো নতুন কোন একটা প্রশ্নের মধ্য দিয়ে।
The other day I noticed a father and son started mischief over this winter cold. I was very pleased to see the subject so I captured some photographs to share with you. Please comment and let me know how you like this beautiful moment of father and son. Like today, I will come to you later with a new question.