Assalamu Alaikum
I am @arroise from #bangladesh
How are you. I hope everyone is very well by the grace of Allah. And living a very beautiful life. Alhamdulillah I am also very well by the grace of Allah. Let's get started then.
For a long time I have been thinking about taking my younger sister for a haircut. After a long time, today is very free, so I told my sleep. I will take you to cut your hair today. Then I started walking along the road with my sister. To go to the salon. Because the younger sister's hair has grown a lot. These should be sized. After leaving the house and coming to the street. I met my nephews and spent some time chatting with them. And walking along the road, I was going to the salon shop. Because the salon shop is a little far from our house. And in the picture above one of my nephews is a very good bike rider. And he loves to take care of his bike. to ride a bicycle So he is always busy most of the time by cycling. In the picture, he is seen riding a bicycle. I especially like cycling so I was enjoying and photographing my nephew's cycling while walking behind.
দীর্ঘ কিছুদিন ধরে আমি আমার ছোট বোনটাকে চুল কাটাতে নিয়ে যাবো ভাবছিলাম। অনেকদিন পর আজকের দিনটা তো অনেক ফ্রি হয়েছে সেজন্য আমি আমার ঘুমটাকে বললাম । আজকে তোমার চুল কাটাতে নিয়ে যাব। তারপরে আমি এবং আমার বোনটাকে নিয়ে রাস্তা দিয়ে হাটাহাটি শুরু করলাম। সেলুনের দোকানে যাওয়ার জন্য। কারণ ছোট বোনের চুল গুলো অনেক বড় হয়েছে। এগুলো সাইজ করতে হবে। বাড়ি থেকে বের হবার পরে রাস্তায় আসার পরে। আমি আমার ভাতিজাদের সঙ্গে দেখা হয়েছে তাদের সঙ্গে কিছু সময় গল্প করছিলাম। এবং রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে সেলুনের দোকানে যাচ্ছিলাম । কারণ আমাদের বাড়ি থেকে অল্প একটু দূরে সেলুনের দোকান। এবং উপরে ছবিটিতে দেখা যাচ্ছে আমার একজন ভাতিজা তিনি খুব ভালো সাইকেল চালান। এবং তিনি তার সাইকেল কে খুব পছন্দ করেন যত্নে রাখতে । সাইকেল চালাতে। তাই সে সাইকেল চালিয়ে সব সময় বেশিরভাগ সময় ব্যস্ত থাকেন । ছবিতে দেখা যাচ্ছে তিনি সাইকেল চালাচ্ছেন। বিশেষ করে বাইসাইকেল চালানো আমার কাছে খুব ভালো লাগে তাই আমি আমার ভাতিজার সাইকেল চালানোটা পিছন থেকে হাঁটতে হাঁটতে যাওয়ার সময় উপভোগ করছিলাম এবং ফটোগ্রাফি করলাম।
And then I was walking down the street holding my little sister. Because there are many cars on the road. It was moving for him. At that time the atmosphere of the sky was wonderful. The blue sky looked pretty good for Rog. So I took a photograph of the blue sky scene with my mobile camera. Then everything within 10 minutes. I reached the salon to cut my sister's hair. Then I saw there was a serial and after that I could get her younger sister to get her hair cut from the salon. For that I sat there on a bench inside the salon. Within such a period, after finishing the series, I cut the younger sister's hair to size and cut it beautifully. Then I got on an easy bike and came home.
এবং তারপর আমি আমার ছোট বোনটাকে হাতে ধরে নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিলাম। কারণ রাস্তা দিয়ে অনেক গাড়ি । চলাচল করছিল তার জন্য। সেই সময়টাতে আকাশের পরিবেশ চমৎকার ছিল । রোগের জন্য নীল আকাশটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তাই আমি আমার মোবাইলে ক্যামেরাটা দিয়ে আকাশের নীল দৃশ্যের ফটোগ্রাফি করেছি । তারপরে সবকিছু ১০ মিনিটের ভিতর। আমি সেলুনের দোকানে পৌঁছে গিয়েছিলাম বোনের চুল কাটাবো বলে। তারপরে দেখলাম একটা সিরিয়াল রয়েছে এবং এনার পরে আমি ওর ছোট বোনটাকে সেলুন থেকে চুল কাটাতে পারবা ।তার জন্য আমি সেখানে সেলুনের ভিতর একটা বেঞ্চ ছিল সেখানে আমি বসে থাকলাম। এমন কিছু সময়ের ভিতরেই সিরিয়াল শেষে তারপরে ছোট বোনটার চুলটা সাইজ করে সুন্দর করে কেটে নিয়েছি। তারপর একটা ইজি বাইকে উঠে ধরে বাড়ি এসেছি।
খুব ভালো লাগলো আপনার সুন্দর পোস্ট। একটা বিষয় বলবো আপনাকে, আপনার পাওয়ার গুলো blurtspace এ ডেলিগেশন করে দিবেন। সপ্তার শেষে রিওয়ার্ড পেয়ে যাবেন। আমরা সবাই একসাথে ভালো কিছু করব । ডিসকার্ডে আমার সাথে যোগাযোগ করবেন, আরেকটু বেশি ভোট পেতে সহযোগিতা করব আপনাকে। ধন্যবাদ
সঙ্গে থাকুন, লেগে থাকুন, ভালো কিছু হবে ইনশাআল্লাহ