Hello friends hope you all are well. Alhamdulillah I am also very well. I am present among you. One more post. I hope this is my story of the day. You will like it very much. Let's begin. What is hidden in today's story?
হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আরও একটি পোস্ট নিয়ে। আমি আশা করব আমার আজকের এই দিনের গল্পটি। আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। চলুন শুরু করা যাক। আজকের এই দিনের গল্পের মাঝে কি লুকিয়ে আছে।
I am going to present it to you today. Fish market and dry shop and here but seen. Dry market and fish market are in the same place. Because it's the same thing as food. Sold differently.When we go to market. But then after buying all the vegetables. But we go to the fish market and wander around. Which fish I like and buy that fish I like. And especially there are many people who like dry food. There are all types of dryers here and we love all the right ones. But we prefer more. And many delicious dishes can be prepared and eaten in a variety of ways.How many types of fish are there in our country? All these types of fish have this dry spell. There are such markets not only in our area but all over the country. But there are such tricks available. And such dry spells come from the country Durant. Those who are big businessmen, but such big rivers and canals get money from the bill. Such shutki and they have a big business.When do the fish collect more? Do you know when the rainy season comes? But then he collects more and more fish. and keep in the fridge. When the monsoon is over, there will be more sun. Then these big traders dry in the sun. After taking these dried fruits, they went to Durant and sold them. And theirs is a big business. And in this way they continue to advance the business far. And we think of them from this business. They have become very independent.It is true that they are moving far from this dry business. A small business can go a long way.
আজকে আপনাদের মাঝে তুলে ধরতে চলেছি। মাছের বাজার এবং শুটকির দোকান এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে। শুটকি এবং মাছের বাজার একই স্থানে রয়েছে। কারণ এটা একই জিনিস খাবার। ভিন্ন ভাবে বিক্রি হয়।আমরা যখন বাজার করতে যায়। তখন কিন্তু সমস্ত শাকসবজি কেনার পর। আমরা কিন্তু মাছের বাজারে গিয়ে ঘুরে ঘোরাফেরা করি। কোন মাছ পছন্দ এবং সেই মাছ পছন্দ করে কিন্তু কিনে থাকি। আর বিশেষ করে অনেক মানুষ রয়েছে শুটকি পছন্দ করি। এখানে কিন্তু সব ধরনের শুটকি আছে আর আমরা সব ধরনের সঠিক কিন্তু পছন্দ করি। কিন্তু আমরা বেশি পছন্দ করি। এবং অনেক সুস্বাদু বিভিন্ন ধরনের ভাবে খাবার বানিয়ে খাওয়া যায়।আমাদের দেশে কিন্তু কত ধরনের মাছ রয়েছে। এই সব ধরনের মাছের কিন্তু এই শুটকি রয়েছে। আমাদের এলাকায় শুধু না সারাদেশে কিন্তু এরকম বাজার রয়েছে। সেখানে কিন্তু এরকম শুটকি পাওয়া যায়। আর দেশ দুরন্ত থেকেই এরকম শুটকি আসে। যারা বড় বড় ব্যবসায়ীরা তারা কিন্তু এরকম বড় বড় নদী খাল বিল থেকে মাচ ধরে। এরকম শুটকি এবং তাদের অনেক বড় বড় ব্যবসা হয়ে থাকে।মাছগুলো কখন সংগ্রহ করে বেশি। আপনারা কি জানেন যখন বর্ষাকাল সময় আসে। তখন কিন্তু বেশি বেশি করে মাছ সংগ্রহ করে। এবং ফ্রিজে রেখে দেয়। যখন বষা চলে যাবে বেশি রোদ ওঠে। তখন এই বড় বড় ব্যবসায়ীরা রোদে এই শুটকি করে। এই শুটকি নিয়ে তারপর দেশ দুরন্ত নিয়ে গিয়ে এইসব বিক্রয় করে। এবং তাদের অনেক বড় ব্যবসা। আর এভাবে তারা অনেক দূর পর্যন্ত ব্যবসা এগিয়ে নিয়ে চলতেছে। এবং আমরা মনে করি তাদের এই ব্যবসা থেকে। তারা অনেক স্বাবলম্বী হয়েছে।এটাই সত্যি যে এই শুটকি ব্যবসা থেকে তারা অনেক দূর পর্যন্ত এগিয়ে চলতেছে। ছোট্ট একটা ব্যবসা থেকে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাওয়া যায়।
Here you can see. But here the fish business is different. But they are their separate business. And dry goods business is also different. And there are differences between them. But they are fussy about their business. How can they advance their business?Fish business is very good. If business can be done with good mind from the beginning. But success can be achieved. How many types of fish are there? If you start a business with a fish. But gradually you will be able to trade in the market by buying other fish. But you need some patience. And if you have patience, you can definitely move towards success one day. There are many traders here.I think this fish business is very good. If you are unemployed. But you can start from a small business. But the fish business is very good. Because of that you can. But you have to be patient. And slowly you have to move forward. And you need to understand how you start this business. First you need to go to the market. Go to the market in the morning and collect fish from that place.If such a business is done in such a beautiful environment, one can live in peace. You can do business here well. And all kinds of fish we can eat if I do business like this., I will increase my acquaintance with many traders.When acquaintance with big businessmen will increase. Then we take place on another level. I can start business better like this. And this is how you can move forward.If you do business, you have to do business hand in hand. If you want to do any business, it is not possible to do business alone. You can never handle that business alone. Two people have to come together to hold that business. Little by little and you will be self-sufficient and earn a lot of money from it. I want to do something like that.
এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু মাছের ব্যবসায় আলাদা আছে। তারা কিন্তু তাদের আলাদা ব্যবসা। আর শুটকির ব্যবসাও কিন্তু আলাদা। আর তাদের মধ্য আলাদা আর যুক্তি রয়েছে। তারা কিন্তু বাদাবাদি লাগে তাদের ব্যবসা নিয়ে। তারা কিভাবে তারা তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারে।মাছের ব্যবসা অনেক ভালো। শুরু থেকে যদি ভালোভাবে মন দিয়ে ব্যবসা করা যায়। তবে সফলতা অর্জন করা যায়। কত কত ধরনের মাছ রয়েছে। আপনি যদি একটা মাছ দিয়ে ব্যবসা শুরু করেন। তবে ধীরে ধীরে আপনি অন্য মাছ কিনেও আপনি বাজারে ব্যবসা করতে পারবেন। তবে আপনির একটা ধৈর্য লাগে। আর ধৈর্য ধরলে অবশ্যই একদিন সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। এখানে অনেক ব্যবসায়ীরা রয়েছে।আমি মনে করি এই মাছের ব্যবসা ও কিন্তু অনেক ভালো। আপনি যদি বেকার হয়ে পড়ে থাকেন। তবে আপনি একটি ছোট ব্যবসার থেকে শুরু করতে পারেন। তবে মাছের ব্যবসা অতি অনেক ভালো। তার কারণে আপনি করতে পারেন। তবে আপনাকে তো ধৈর্য ধরতে হবে। এবং ধীরে ধীরে আপনাকে এগিয়ে যেতে হবে। এবং আপনাকে বুঝতে হবে এই ব্যবসাটি আপনি কিভাবে শুরু করবেন। প্রথমে আপনাকে বাজারে যেতে হবে। সকালে বাজারে গিয়ে সেই খান থেকে মাছ সংগ্রহ করতে হবে।কত সুন্দর একটা পরিবেশে এরকম যদি ব্যবসা করা হয় তবে অনেক শান্তিতে থাকা যাবে। ভালোভাবে এখানে ব্যবসা করে থাকা যাবে। এবং সব ধরনের মাছ আমরা খেতে পাবো যদি আমি এরকম ব্যবসা করি।, অনেক ব্যবসায়ীদের সঙ্গে আমার পরিচয় বেড়ে যাবে।যখন বড় বড় ব্যবসায়ীদের সঙ্গে পরিচয় বেড়ে যাবে। তখন আমরা অন্য কোন স্তরে জায়গা নিয়ে। এরকম আরো ভালোভাবে ব্যবসা শুরু করতে পারব। আর এভাবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাওয়া যায়।ব্যবসা করলে হাতে হাত মিলিয়েই ব্যবসা করতে হয়। কোন ব্যবসা করতে চাইলে কিন্তু একা ব্যবসা করা কোনোভাবেই সম্ভব না। আপনি একা সেই ব্যবসা কখনোই সামলাতে পারবেন না। দুইজন মিলে একত্রিত হয়ে সেই ব্যবসা ধরে রাখতে হয়। ধীরে ধীরে ধীরে ধীরে এবং আপনি স্বাবলম্বী হবেন এবং সেখান থেকে অনেক টাকা উপার্জন করতে পারবেন। আমি এরকমই একটা কিছু করতে চাই।
Move forward with success in life. I am impressed with this business. A man who does not consider any task small. And to carry that work forward. That man works hard. And I am among you. Introducing a very good business. And we like fish a lot. People all over the world eat fish.I hope this is my post of the day. You will like it very much. Please let me know through comments. You will be well and be healthy. And I have been with this platform since the beginning with faith. And with this belief I will move forward.This platform has everything I hope. Because this platform will give me love. And I can keep the dignity of this love. Because if someone gives me love. I will take this platform forward with the dignity of that love. And with everyone's love, I will help everyone here and move forward. I will meet many people. And I want to work together with everyone.
জীবনকে সফলতা দেখে এগিয়ে নিয়ে যাও। আমি এই ব্যবসাটি দেখে মুগ্ধ হয়েছি। যে মানুষ কোন কাজকে ছোট মনে করে না। এবং সেই কাজকে সামনে দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সেই মানুষটি অনেক পরিশ্রম করে। আর আমি আপনাদের মাঝে। অনেক ভাল একটি ব্যবসা সম্পর্কে তুলে ধরছি। আর আমরা কিন্তু মাছ অনেক পছন্দ করি। সারা বিশ্বের মানুষ কিন্তু মাছ খেয়ে থাকি।আমি আশা করব আমার আজকের দিনের এই পোস্টটি। আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন। এবং আমি এই প্লাটফর্মের সঙ্গে বিশ্বাসের সঙ্গে শুরু থেকে আছি। এবং এই বিশ্বাস নিয়ে আমি সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।আমার আশা ভরসা সবকিছু নিয়ে এই প্লাটফর্ম। কারণ এই প্লাটফর্ম কি আমাকে ভালোবাসা দিবে। আর আমি এই ভালোবাসার মর্যাদা রাখতে পারব। কারণ কেউ যদি আমাকে ভালোবাসা দেয়। আমি সেই ভালবাসার মর্যাদা দিয়ে এই প্লাটফর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এবং সবার ভালোবাসা নিয়ে আমি এখানে সবাইকে আমি সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবো। অনেকের সঙ্গে পরিচয় হবো। এবং সবার সঙ্গে আমি মিলেমিশে কাজ করতে চাই।