I hope you all are well and I am also well. Today I am back with another new post. A few days ago I went on a trip to a park and had a wonderful time there. After going there I got to see a very beautiful Royal Bengal Tiger and I really liked seeing this Royal Bengal Tiger. Although it was a Royal Bengal Tiger made of clay, it looked very much like a real Royal Bengal Tiger. As I liked to see it, I stood here and took many photographs.
আশা করি আপনারা সবাই ভাল আছেন আমিও ভাল আছি আজকে আমি আপনাদের মাঝে পুনরায় আরও একটা নতুন পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজ থেকে বেশ কিছুদিন আগে আমি একটা পার্কে ভ্রমণ করতে গিয়েছিলাম সেখানে যাবার পরে অনেক সুন্দর কিছু সময় অতিবাহিত করেছিলাম। সেখানে যাবার পরে আমি খুবই সুন্দর একটা রয়েল বেঙ্গল টাইগার দেখতে পেয়েছিলাম আর এই রয়েল বেঙ্গল টাইগার দেখে আমার কাছে খুবই ভালো লেগেছিল। যদিও এটা মাটি দিয়ে তৈরি করা রয়েল বেঙ্গল টাইগার ছিল তারপরও এটা দেখতে অনেকটাই সত্যিকারে রয়েল বেঙ্গল টাইগারের মতো ছিল। যেহেতু এটা দেখে আমার কাছে ভালো লেগেছিল তাই আমি এখানে দাঁড়িয়ে অনেকগুলো ফটোগ্রাফি ধারণ করেছিলাম।
I don't know if there will ever be an opportunity to stand and take a picture with Royal Bengal like this. I think that it is not possible to get such an opportunity because if standing next to a Royal Bengal Tiger in this way then that Royal Bengal Tiger would eat people and no human would want to capture any photography with the reeks of life. To capture photography. It is so beautifully sculpted that there is no way to tell if it is a real Royal Bengal Tiger. There are so many beautiful painters these days who can use their hand skills so beautifully to create beautiful things that look like real people can beat them.
জানিনা কোন সময় এইভাবে রয়েল বেঙ্গল এর সাথে দাঁড়িয়ে ছবি তোলার মত সুযোগ হবে কিনা। আমি মনে করি যে এই ধরনের সুযোগ পাওয়াটা কোনোভাবেই সম্ভব নয় কেননা এইভাবে যদি রয়েল বেঙ্গল এর পাশাপাশি দাঁড়ানো যায় তাহলে সেই রয়েল বেঙ্গল টাইগার মানুষকে খেয়ে ফেলবে আর কোন মানুষ চাইবে না এতটাই জীবনের রিক্স নিয়ে কোন ফটোগ্রাফি ধারণ করতে এই জন্য এই ধরনের মাটির মূর্তি সব থেকে উপযোগী ফটোগ্রাফি ধারণ করার জন্য। এটা এতটাই সুন্দর ভাবে মাটি দিয়ে তৈরি করা হয়েছে যা দেখে বুঝে ওঠার কোন উপায় নাই যে এটা সত্যিকারের রয়েল বেঙ্গল টাইগার কিনা দিয়ে তৈরি করা। বর্তমান সময়ে অনেক সুন্দর কিছু চিত্রকর রয়েছে যারা খুবই সুন্দর ভাবে তাদের হাতের দক্ষতা ব্যবহার করে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারে আর এগুলো দেখে মনে হয় যেন বাস্তব কেউ হার মানাতে সক্ষম।
Also, few real things were created in this park which I will share with you periodically in the form of posts. Make sure to comment and let me know how you like this post I made. Don't forget to comment and let me know how you like this Royal Bengal Tiger. Today, I am not sharing much with you, as of today, I will appear to you later with a new question
তেমনি বাস্তব কে হার মানানো কয়েকটা জিনিস এই পার্কের মধ্যে তৈরি করা হয়েছিল যেগুলো আমি পর্যায়ক্রমে আপনাদের মাঝে পোস্ট আকারে শেয়ার করব। আমার তৈরি করা এই পোস্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা এটাও কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে এই রয়েল বেঙ্গল টাইগারটি আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে আর আমি আপনাদের মাঝে বেশি কিছু শেয়ার করছি না আজকের মত এ পর্যন্তই পরবর্তী সময়ে আপনাদের মাঝে হাজির হবে নতুন কোন একটা প্রশ্নের মধ্য দিয়ে।